shariatpur-islami-zubo-society

SHARIATPUR

ISLAMI ZUBO SOCIETY

বৃক্ষরোপন কর্মসূচি

ছবি

ছবির পথ

h
বিস্তারিত বিবরণ

গাছ লাগানোর গুরুত্ব ও ফযীলত ও অপরিসীম। এটি একটি সাদাকায়ে জারিয়াহ মূলক নেক কাজ। যদি কেউ মানুষ কিংবা প্রাণীকূলের উপকার সাধনের লক্ষ্যে ফলজ, বনজ বা ঔষধি গাছ রোপণ করে এবং এর মাধ্যমে সাওয়াব আশা করে, তবে এটি একটি উত্তম সাদাকায়ে জারিয়াহ; যার সওয়াবের ধারা ব্যক্তির মৃত্যুর পরও অব্যাহত থাকতে পারে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তাহলে তা সে ব্যক্তির জন্য সাদাকাস্বরূপ।’ (সহীহ বুখারী: হাদীস-২৩২০, সহীহ মুসলিম: হাদীস-১৫৫৩) শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি এ পর্যন্ত বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং স্কুল মাঠে ফলজ, বনজ ও ঔষধি সহ মোট তিন শতাধিক গাছ লাগিয়েছে আলহামদুলিল্লাহ। পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানুষ তা থেকে উপকার লাভ করতে এবং ফল বিক্রি করে উক্ত প্রতিষ্ঠানের অবকাঠামগত উন্নয়নে কাজে লাগাতে পারে এটাই আমাদের উদ্দেশ্য। ২০২৫ সালে সবুজ ছায়া বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৫ প্রকল্পে সরকারি রাস্তা দুপাশে ১০০০ গাছে চারা রোপণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। এমনিভাবে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ আবাসস্থল তৈরি করতে চাই ইনশাআল্লাহ।