1. শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির সদস্য হতে হলে তাকে অবশ্যই ইসলাম ধর্মের অনুসারী হতে হবে।
2. ১৫ বছর বয়সে থেকে যে কোন বয়সের ব্যক্তি অত্র সংগঠনের সদস্য হতে পারবেন।
3. ভদ্র, রুচিশীল, উদ্যমী, সদাচারী, কর্মতৎপর ও মননশীল হতে হবে এবং সমাজবিরোধী ও রাষ্ট্র বিরোধী কোন কাজে লিপ্ত থাকা যাবে না।
4. ভর্তি ফি ১০০/- (একশত) টাকা এবং মাসিক চাঁদা/অনুদান ১০০/- (একশত) টাকা প্রদান করে, সংগঠনের গঠনতন্ত্র মেনে অনলাইন বা অফলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে যে কেউ সদস্যপদ গ্রহণ করতে পারবেন।