shariatpur-islami-zubo-society

SHARIATPUR

ISLAMI ZUBO SOCIETY

সংগঠন পরিচিতি

আমাদের সম্পর্কে

শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি - একটি অলাভজনক সেবামূলক সংগঠন

বিষয়সমূহ

পরিচিতি

আর্তমানবতার সেবায় সমর্পিত অরাজনৈতিক, অলাভজনক, অসাম্প্রদায়িক, অবানিজ্যিক, শিক্ষা-সেবা- দাওয়াহ ও পূর্ণত সমাজ কল্যাণমূলক একটি সংগঠন। ২০২০ সালের ৪ ই ফেব্রুয়ারী শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়নের উত্তর মাথাভাঙ্গা গ্রামের আব্দুশ সোবহান বেপারীর সর্বকনিষ্ঠ সন্তান মোঃ রহমত উল্লাহর উদ্যোগে কাঁচিকাটা ইউনিয়নের কতিপয় যুবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা- সেবা- দাওয়াহ কার্যক্রম বাস্তবায়নে "ইসলামি যুব পরিষদ" নামে এই সমাজ সেবামূলক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এই সংস্থাটির নাম পরিবর্তন করে "শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি" নামকরণ করা হয় এবং ২০২৫ সালের মে মাসের ২৮ তারিখে এই সংগঠনটি RJSCর অধীনে সরকারি নিবন্ধন লাভ করে। রেজিস্ট্রেশন নং - এস- ১৪২২৩। ইসলাম সমর্থিত সকল প্রকার সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করা, ইসলাম শিক্ষার পাশাপাশি দুনিয়ারী শিক্ষার সমন্বয়ে একটি শিক্ষিত, কুসংস্কার মুক্ত আত্মনির্ভরশীল প্রজন্ম এবং মাদকমুক্ত একটি যুবসমাজ তৈরি করাই এই সংগঠনটির স্বপ্ন। এই সংস্থাটি মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণমূলক সমাজ তথা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।