shariatpur-islami-zubo-society

SHARIATPUR

ISLAMI ZUBO SOCIETY

সাদাকাহ ও দানের ফজিলত

"আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করতে থাকেন, যতক্ষণ সেই বান্দা তার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে।" (মুসলিম: ৬৬০৮)

শিক্ষা

সেবা

দা'ওয়াহ

রক্তদান কর্মসূচি

মানব সেবা মহান আল্লাহকে খুশি করার অন্যতম মাধ্যম। নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইবাদতের মাধ্যমে যেমন আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, পাপমুক্ত হওয়া যায়। তেমনি মানব সেবার মাধ্যমে তাঁর সন্তুষ্টি পাওয়া যায়। এ জন্যই মহান আল্লাহ বান্দাদের উদ্দেশ্য করে পবিত্র কোরআনে বলেন, ‘পূর্ব ও পশ্চিমে মুখ ফেরানোটাই সৎকর্ম নয়; বরং প্রকৃত সৎকর্মশীল ওই ব্যক্তি, যে বিশ্বাস স্থাপন করে আল্লাহ, পরকাল, ফেরেশতামণ্ডলী, আল্লাহর কিতাব ও নবীদের ওপর এবং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সম্পদ ব্যয় করে নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, প্রার্থী ও দাসমুক্তির জন্য। ’ (সুরা : বাকারা, আয়াত : ১৭৭) মানুষের জীবন বাঁচাতে কোনো রকম বিনিময় ছাড়া আল্লাহর সন্তুষ্টির আশায় রক্তদানও একটি মহান ইবাদত। কেউ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় এই ইবাদত করতে পারে, তাহলে সে মহান আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান পাবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যে মানুষের প্রাণ বাঁচালো, সে যেন তামাম মানুষকে বাঁচালো। (সুরা মায়েদা, আয়াত : ৩২) যদিও আমরা সোসাইটির পক্ষ থেকে এখনো রক্তদান কর্মসূচি চালু করতে পারিনি তবে আমাদের কর্মপরিকল্পনা এটা রয়েছে। শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি খুব শীঘ্রই এই কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।

অনুদান পাঠানোর নম্বর: 01339006495 বিকাশ/নগদ/রকেট(পার্সোনাল)

উক্ত নম্বারে ১.৫% বিকাশ চার্জ যোগ করে টাকা পাঠিয় খানি ঘরে বিকাশ নাম্বারের শেষের চারটি সংখ্যা দিতে হবে

সঠিক ফোন নম্বর দিবেন ইনশাআল্লাহ আপডেট

দান করুন ক্লিক করে আপনি আমাদের গোপনীয়তা শর্তাবলী এবং সেবামূলক নীতির সাথে সম্মত হন